মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

MP Kalyan Banerjee slammed Amit Shah over Ambedkar row

রাজ্য | 'অমিত শাহের পদত্যাগ করা উচিত', আম্বেদকর কাণ্ডে দাবি তৃণমূল সাংসদ কল্যাণের

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২২ ডিসেম্বর ২০২৪ ০২ : ০১Abhijit Das


মিল্টন সেন: তিনবার ক্ষমতায় আসার পর বিজেপি দম্ভে মত্ত হয়ে উঠেছে। দলের নেতারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন। একের পর এক নেতাদের অপমান করছেন। অমিত শাহ সংসদে সংবিধানরচয়িতা বাবা সাহেব আম্বেদকরকে যে ভাবে অপমান করেছেন তাঁর এক্ষুনি পদত্যাগ করা উচিত। রবিবার মাহেশ জগন্নাথ মন্দিরে বিশ্ব শান্তি যজ্ঞ অনুষ্ঠানে এসে এই মন্তব্য করেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি।

এ দিন কল্যাণ বলেন, ''শুধু অমিত শাহ নন, বিজেপি নেতারা পণ্ডিত নেহেরু থেকে শুরু করে একের পর এক দেশের বরেণ্য নেতাদের অপমান করেছেন। দুর্ভাগ্যজনক।  যেভাবে রাজ্যে বিজেপি নেতারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন, তার বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে।'' অনুপ্রবেশ প্রসঙ্গে কল্যাণ বলেন, ''এর জন্য কেন্দ্রীয় সরকারই দায়ী।'' তাঁর প্রশ্ন, ''কারা রয়েছে সীমান্তে পাহারার দায়িত্বে?'' তিনি আরও বলেন, ''সারা পৃথিবীজুড়ে যেভাবে হানাহানি-বিদ্বেষ মাথাচারা দিচ্ছে তাতে মানবসমাজ আজ বিপন্ন। তারই জন্য রবিবার ৬৩৫ বছরের ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হল বিশ্ব শান্তি যজ্ঞ।''

রবিবার এই অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকে জগন্নাথ মন্দিরে ভক্তদের ঢল নামে। সকালে মঙ্গলারতির পর প্রভু জগন্নাথ দেব সোনার মুকুট পরে ভক্তদের দর্শন দেন। মাহেশ মন্দিরে হয় বিশেষ পুজোপাঠ এবং যজ্ঞ। বিভিন্ন স্থান থেকে সাধু-সন্তরা এসেছিলেন যজ্ঞস্থলে। বিশ্ববাসীর শান্তির উদ্দেশ্যে যজ্ঞে আহুতি দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি, পুরপ্রধান গিরিধারী সাহা, সন্তোষ কুমার সিং, তিয়াসা মুখার্জি-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। 

জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সভাপতি সোমেন অধিকারী জানান, প্রভু জগন্নাথ মন্দিরে এদিন বিশ্ব শান্তির যজ্ঞের আয়োজন করা হয়, বিশ্ব শান্তির কল্যাণে যজ্ঞে আহুতি দেওয়া হয়, প্রভু জগন্নাথ দেবের কাছে প্রার্থনা পৃথিবী থেকে সমস্ত রকম বিদ্বেষ হিংসা দুঃখ দূর করে প্রত্যেক পরিবারে যাতে শান্তি বিরাজ করে সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে সেই আশীর্বাদ করেন। ট্রাস্টি বোর্ডের সভাপতি অসীম পণ্ডিত জানান, এই বিশ্ব শান্তি যজ্ঞ উপলক্ষে কয়েক হাজার মানুষের মধ্যে জগন্নাথ দেবের ভোগ বিতরণ করা হয়েছে।


AmitshahKalyanbanerjeeTMCBJP

নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

সোশ্যাল মিডিয়া